বংশীহারী ব্লকে একই এলাকায় ১০ জনের করোনা সংক্রমনের হদিস মিলতেই নড়েচড়ে বসল প্রশাসন
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কৃষ্ণবাটি গ্রামে একই সাথে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মেলায় প্রশাসনের তরফে কনটেইনমেন্ট জোন করা হলো এলাকাকে।
এইদিন খবর পেতেই তড়িঘড়ি কৃষ্ণবাটি গ্রামে পৌঁছান মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল বংশীহারী থানার আইসি মনজিত সরকার ও স্বাস্থ্যকর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় এলাকাকে সিল করার পাশাপাশি, প্রত্যেক পজেটিভ রোগীর বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে।জানাযায় অতি দ্রুত এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হবে, ২৪ ঘন্টা পুলিশি প্রহরা এবং মাইকিং এর মাধ্যমে সমগ্র এলাকার জনসাধারণ কে সচেতন করার জন্য ব্যাপক প্রচার চালানো হবে।
এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল জানান "ওই ১০ করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসা প্রত্যেকের লালারশের নমুনা পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে।"
No comments