দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: করোনা আবহে সামাজিক দুরত্ব বিধি বজায় রেখেই সংখিপ্ত আকারে ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হলো দক্ষিন দিনাজপুর জেলায়। আজ সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিখিল নির্মল।এরপরে তিনি ও জেলার প্রশাসনিক আধিকারিকরা শহিদ বেদীতে মালা ও ফুল দিয়ে দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের সৃতির প্রতি শ্রদ্ধা অপর্ন করেন।ছোট্ট আকারে এরপর এক কুচকাওয়াজ প্রদর্শনের মধ্যমে অভিবাদন জানানোর পর্ব সারা হয়। এরপাশাপাশি আজকের এই স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে জেলার ৬ করোনা যোদ্ধা ও জয়ীদের কৃতীত্বর জন্য সার্টিফিকেট ও মেডেলের পাশাপাশি ফুলের তোড়া দিয়ে সম্মানিত ও অভিন্দন জানান হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদের মধ্যে করোনা জয়ী সুব্রত বর্মন, জেলা ইলেকশনের কর্মরত আধিকারিক, রয়েছেন গংগারামপুর ব্লক আধিকারিক অংকিত অগরওয়াল, রয়েছেন গংগারামপুরের এসিস্টেন্ট মেডিক্যাল অফিসার আবদুল মজিদ মিয়া, রয়েছেন শেফালি খাতুন হিলি হাসপাতালের দ্বীতিয় এ এন এম, রয়েছেন কুমারগঞ্জের বরাহার হাসপাতালের নার্স, এছাড়াও বালুরঘাট ব্ল্যাড ব্যাংকের কাউন্সিলর ইন্দ্রানী সেনকেও এই করোনা যুদ্ধের যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়। যা দেখে অন্যরাও করোনাকে ভয় না পেয়ে করোনার সাথে যুদ্ধে সামিল হতে এগিয়ে আসেন।
এর পাশাপাশি জেলা দক্ষিন দিনাজপুর জেলা ক্লাব প্রাংগনেও আজ ক্লাবের সদস্যদের তরফে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যমে ৭৪ তম স্বাধীনতা দিবসে পালন করা হয়।
No comments