Recent comments

ads header

Breaking News

কালনা রোড সংলগ্ন রামকৃষ্ণ পল্লী শিব কালী দুর্গা মন্দির কমিটির উদ্যোগে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের,কালনা রোড সংলগ্ন রামকৃষ্ণ পল্লী শিব কালী দুর্গা মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার ঘোষ ৭৪তম স্বাধীনতা দিবসে, কালী মন্দির প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন।  দেশবরেণ্য নেতা নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্য দান করেন। অন্যান্য দের মধ্যে ছিলেন বিশিষ্টসমাজসেবী এবং সাংবাদিক বৈদ্যনাথ কোনার, আশীষ মন্ডল, বিশ্বজিৎ বন্দোপাধ্যায় বৈদ্যনাথ রায়, রাম নারায়ণ হাজরা, অভিজিৎ কুন্ডু, জয়দেব কুন্ডু, ঈশ্বর মন্ডল, দিবেন্দু চৌধুরী, কৃষ্ণরূপ চৌধুরী, সুকান্ত দাস, সুকুমার কুন্ডু, বিশ্বনাথ পাল,বিজন কর্মকার বাবুল দত্ত ,সৈনিক ঘোষ স্মৃতিচারন করেন ও মাল্যদান করেন। শহীদদের স্মরণে এই বিশেষ দিনে মন্দির কমিটির তরফ থেকে অভিজিৎ কুন্ডু ও কৃষ্ণরূপ চৌধুরী উদ্যোগে মন্দির ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজেশন এর ব্যাবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে শহর , জেলা ও রাজ্য স্তরে আমফান ও করোনা বিধ্বস্ত এলাকায় নিয়মিত  ত্রান সামগ্রী দেওয়া হয়েছে। মন্দির কমিটির তরফ থেকে রাজারহাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের সৃজনশোভা নামক আশ্রমে তাদের সাহায্যের হাত বাড়ানো হয়েছে।

No comments