তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, দোকানপাট ভাংচুরের অভিযোগ অপর তৃণমূল নেতার বিরুদ্ধে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার ভেবিয়া গ্রামে।অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা সৌরেন্দ্রনাথ পালের মিষ্টির দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তর 24 পরগনা জেলার শিক্ষার কর্মদক্ষ তথা তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজী অনুগামীরা। দোকানের একাধিক কাঁচের টেবিল শোকেস ভেঙে দেয়া হয়েছে। এমনকি তথ্য প্রমাণের জন্য ভেঙে দেয়া হয়েছে দোকান এর মধ্যে লাগানো সমস্ত সিসিটিভি ক্যামেরা ও মাদার্বোর্ড।এমনকি তার যখন লক্ষ্য করে বোমা বাজি পড়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এমনটাই অভিযোগ ওই তৃণমূল নেতা সুরেন্দ্রনাথ পালের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে সে এলাকায়।কই তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজী কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ও তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এমনটাই দাবি ওই তৃণমূল নেতা র। তবে এ বিষয়ে কোনো মুখ খুলতে চাননি ওই অভিযুক্ত তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজী।
No comments