পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পানশিলা গ্রামে পালিত হল খুশির ঈদ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ মুসলিম ধর্মপ্রান মানুষদের খুশির ঈদ।পৃথিবীর বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পানশিলা গ্রামে।এদিন পানশিলা জুম্মা মসজিদের উদ্যোগে পালিত হলো যথাযোগ্য মর্যাদায়।এদিন মসজিদ প্রাঙ্গনে সকালে ঈদের নামাজ পাঠ করা হয়।এরপর নিয়ম বিধি মেনে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করা হয়।
No comments