কোলাঘাট ব্লকের বড়িষা গ্রামে করা হলো স্যানেটাইজেশনের
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের বড়িষা গ্রামে করা হলো স্যানেটাইজের কাজ।কয়েকদিন আগেই এই গ্রাম থেকে একব্যক্তির শরীরে মিলেছিলো করোনা পজেটিভ। বর্তমানে চন্ডীপুরে চিকিৎসাধীন।শুক্রবার কোলাঘাট পঞ্চায়েত সমিতি ও কোলা ১ গ্রামপঞ্চায়েতের উদ্যোগে গ্রামজুড়ে করা হলো স্যানিটাইজ।মূলতো এলাকা জীবানুমুক্ত করার উদ্দেশ্যে প্রশাসনের এই বিশেষ উদ্যোগে।এদিনের এই কর্মসূচীতে অংশ গ্রহন করেছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু।এছাড়াও পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন।এদিন স্যানিটািজ ছাড়াও করোনা আক্রান্ত রোগীর পরিবারের সাথে দেখা করা হয় এবং সর্বতভাবে পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।
No comments