পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে খণ্ডঘোষ এলাকায় SFI-DYFI - এর বিক্ষোভ মিছিল
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গতকাল পূর্ব বর্ধমানের, খণ্ডঘোষ ব্লকের, খণ্ডঘোষ এলাকায় SFI-DYFI খণ্ডঘোষ আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং AIKS ও AIDWA এর সহযোগিতায় একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন SFI জেলা সভাপতি বিশ্বরূপ হাজরা, যুব নেতা সুমঙ্গল ব্যানার্জী ,কৃষক নেতা বিনোদ ঘোষ ও মহিলা নেত্রী সাহানি বেগম। মিছিলটি খণ্ডঘোষের থানা মোড় থেকে খণ্ডঘোষ পেট্রল পাম্প এবং খণ্ডঘোষ ব্লকের কাঁটাপুকুর থেকে সালুন কোল্ড স্টোরেজ পর্যন্ত পরিভ্রমণ করে ওই মিছিলটি।
No comments