সেহারাবাজারে উদযাপিত হল ডক্টরস ডে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের সেহারাবাজারে অবস্থিত স্যার রাসবিহারী ঘোষ একাডেমিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার মুসরাইল। বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক ডাক্তার মুসরাইল ছাড়াও স্যার রাসবিহারী ঘোষ একাডেমির সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার, বিশিষ্ট সমাজসেবী সফিকুল ইসলাম, ডাক্তার এম ডি হক, ডাক্তার চন্দন মজুমদার সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষিকা সুমনা কেস, সঞ্চিতা সরকার এবং সাংবাদিক বন্ধুরা। অনুষ্ঠানের শুরুতে ডক্টর বিধানচন্দ্র রায়ের মৃত্যুর উদ্যেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার বলেন, আমরা প্রতিবছর এই দিনটি পালন করি, কিন্তু এইবছর করোনার মতো পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি সম্ভব হয়ে ওঠেনি। তাই বিশিষ্ট কয়েকজন ব্যাক্তি সহযোগে, স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান করা হলো।
No comments