Recent comments

ads header

Breaking News

খণ্ডঘোষ ব্লক তৃণমূলের উদ্যোগে পালিত হল ২১শে জুলাই

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ একুশে জুলাই,শহীদ দিবস। ১৯৯৩ সালে আজকের দিনে মমতা ব্যানার্জির সঙ্গে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত হন ১৩জন সহকর্মী। তারপর থেকেই মমতা ব্যানার্জির নির্দেশে নিয়মিতভাবে পালিত হচ্ছে শহীদ দিবস। মঙ্গলবার সকালে দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন তোড়কোণা বাজারে শহীদ বেদিতে মাল্যদান এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে ২১শে জুলাই এর শহীদ দিবস পালন করলেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত ছাড়াও, অঞ্চল সভাপতি আজিজুল ইসলাম, কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আগমনী দলুই(চক্রবর্তী), তৃণমূল কর্মীদের মধ্যে রিপন মুন্সী, মহাদেব পাত্র, বাচ্চু মুখার্জী, সন্তোষ প্রামানিক, নমিতা রায়, উত্তম মন্ডল সহ অন্যান্য আরও অনেকেই।

No comments