২১শে জুলাই উপলক্ষ্যে মাইশোরা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ২১ শে জুলাই শহীদ স্মরনে ও শহীদ কুরবান শা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আজ মাইশোরা তৃনমূল কংগ্রেসের অবজারভার আবজল আলী শা-এর নেতৃত্ব এক মহতী রক্তদান শিবির ও বস্ত্র বিতরন করা হয়।তমলুক ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ১০০ জন মানুষ রক্ত দান করবেন বলে জানানো হয়।শহীদ বেদীতে মাল্যদান করা হয়।সোস্যাল ডিসটেন্স বজায় রেখে ও হোল বডি সেনিটাইজ করে তবেই রক্তদান শিবিরে প্রবেশ করানো হয়।২০০ জন মানুষকে বস্ত্র ও বিতরন করা হয়।
No comments