খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের উদ্যোগে ২১শে জুলাই পালন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: একুশে জুলাই ধর্মতলা তে তৃণমূল কংগ্রেস এবার আর শহীদ সমাবেশ করবে না বলে আগেই ঘোষণা করেছিলেন,খোদ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সমাবেশ করলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। আর ঠিক এই কারণেই স্থগিত রাখা হয়েছিল, ঈদ থেকে রথযাত্রার মতো জনপ্রিয় ধর্মীয় সমাবেশগুলি। প্রসঙ্গত ক্ষেত্রবিশেষে লকডাউন এবং আনলক দুটোই চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমত অবস্থায় একুশে জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে, পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন বুথে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ সহ খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
No comments