Recent comments

ads header

Breaking News

বালুরঘাটে তৃণমূলের উদ্যোগে পালিত হল ২১শে জুলাই

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পালিত হল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন কর্মসূচী। ২১শে জুলাই মঙ্গলবার বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় শহীদ দিবস পালন করে বালুরঘাটের তৃণমূল কর্মীরা। এদিন বালুরঘাটের পাবলিক বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির সভাপতি সুভাষ চাকী। একই সঙ্গে অস্থায়ী শহীদবেদীতে মাল্যদানও করেন তিনি। এদিনের এই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, তৃণমূল নেতা দেবাশিষ মজুমদার, তৃণমূল যুব কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির সভাপতি মহেশ পারেখ এবং তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট শহর কমিটির সভাপতি অমরনাথ ঘোষ। এদিন তৃণমূলের এই শহীদ দিবস পালন এবং ভার্চুয়াল সভা শুরুর পূর্ব সময় থেকে  জায়েন্ট স্ক্রিনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী-র বক্তব্য শোনার জন্য তৃণমূল কর্মীদের দেখা গেছে অপেক্ষায় অধীর অপেক্ষারত থাকতে দেখা গেছে। এরপর ভার্চুয়াল সভা শুরু হলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে আরও একবার ২১শে জুন ২০২১ অবধি ফ্রি-তে রেশন প্রদান করার প্রসঙ্গের অবতারণা করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন ২০২১ সালে আমাদের সরকার আসলে সারা জীবন ফ্রি-তে রেশন ফ্রি-তে পড়াশুনা করার সূযোগ পাবেন। এরপরেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিয়ে বলেন কেন্দ্রের বঞ্চনা করার বদলা আমরা মানবিকতা দিয়ে নেব। জায়েন্ট টিভিতে ভার্চুয়াল সভায় তৃণমূল নেত্রীর বক্তব্য শুনে এদিন করতালি দিয়ে স্বাগত জানান বালুরঘাটের তৃণমূল কর্মীরা। একইসঙ্গে এদিন ২১শে জুলাইয়ের ভার্চুয়াল সভার মধ্য দিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করারও নির্দেশ দেন তৃণমূল নেতা-কর্মীদের।

No comments