ডাকাতির ছক বানচাল করে ইকো পার্ক থানার জালে ৮ ডাকাত
সৌভিক সরকার, নিউজ অনলাইন: লকডাউনের মধ্যে নিউটাউন বারো মাথা এলাকায় বড়সর ডাকাতির ছক বানচাল করলো ইকোপার্ক থানার পুলিশ।গ্রেফতার আট জন দুষ্কৃতী।উদ্ধার ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম।মঙ্গলবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে নিউটাউন বারো মাথা মোড়ে পুলিশ হানা দেয়।দেখা যায় প্রায় ১২/১৪ জন জড়ো হয়।পুলিশ দেখে তারা পালাতে শুরু করে।তারা করে পুলিশ আট জনকে গ্রেফতার করে ।তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই এলাকায় কোনো একটি বাড়িতে ডাকাতি করার ছক ছিল।তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।ধৃতরা নিউটাউন রাজারহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
No comments