শিলিগুড়ি মহকুমার বিধাননগরে লকডাউন কড়াকড়ি করতে তৎপর পুলিশ, গ্রেফতার ১২
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সাপ্তাহিক দুদিনের পূর্ণ লকডাউনের প্রথম দিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে ব্যাপক সাড়া পড়ল। এদিন সকাল থেকেই লকডাউন কড়াকড়ি করতে বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ। এছাড়া যেসব মানুষ মোটরবাইক নিয়ে বা পায়ে হেঁটেই বাইরে বেড়িয়েছেন তাদের প্রথমে আটকানো হয়। এরপর জিজ্ঞেসা করা হয় কেন তারা বেরিয়েছেন তা কিন্তু জানতে চাওয়া হয়। এমনকি বিধাননগর থানার ওসি নিজে বিভিন্ন এলাকা টহলদেন। এর পাশাপাশি লকডাউন অমান্যকারী বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে বিধাননগর থানার ওসি মানস দাস বলেন যে এখনও পর্যন্ত লকডাউন অমান্যকারী ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা করা হবে। এর পাশাপাশি তিনি সকলের কাছে আবেদন করেন যে যাতে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন।
No comments