শিলিগুড়ি মহকুমার বিধাননগরে প্রায় ১৫০ জন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করল
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় চলছে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিরিক। গতকালের পড় এদিনও প্রায় ১৫০ জন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নবনিযুক্তদের হাতে দলীয় পতাকা তুলে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়ার ব্লক ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ। এই বিষয়ে কাজল ঘোষ বলেন যে প্রতিদিন শত শত মানুষ আমাদের দলে যোগদান করছে। এদিন সকালে প্রথমে ঘোষপুকুর আমবাড়ি ও নেতাজিপল্লী এলাকার ১০০ জন যুবক যোগদান করেন। এরপর ফের বিবেকানন্দ পল্লির এলাকার ৫০ জন নিজেরা এসে আমাদের দলে যোগদানের কথা প্রকাশ করে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ভালো লাগছে যে যুবকরা স্বেচ্ছায় তৃণমূল কর্মী হিসেবে যোগদান করছে। এতে আমরা আরো বেশি পরিমাণে সাধারণ মানুষের কাজ করতে পারবো।
No comments