শিলিগুড়ির সুভাষপল্লির একটি বাড়ি থেকে উদ্ধার মাথার খুলি ও হাড়, ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার একটি বাড়ি থেকে দুটি মাথার খুলি ও কিছু হাড় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে ওই বাড়ি থেকে বেশ কিছুদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন। এর পরেই বিষয়টি ওয়ার্ড কো-অর্ডিনেটর নিখিল সাহানিকে জানানো হয়। এবং পরবর্তীতে এদিন সাফাইকর্মী ওই জায়গা পরিষ্কার করতে গিয়ে মাথার খুলি ও হাড় দেখতে পান। এই বিষয়ে ওয়ার্ড কো-অর্ডিনেটর নিখিল সাহানী বলেন যে স্থানীয়রা আমাকে বলেছিল যে এই জায়গা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। এরপর এদিন সফাই কর্মীকে পাঠাই। এবং সেই আমাকে বলে। এর পরেই আমি তরীঘরী খবর দেই পুলিশকে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে। এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
No comments