Recent comments

ads header

Breaking News

কোলাঘাট থানার বৈষ্ণবচক অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে দূর্ব্বাচাটী গ্রামে আয়োজিত হলো প্রতিবাদ ও ধিক্কার সভা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বৈষ্ণবচক অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে দূর্ব্বাচাটী গ্রামে আয়োজিত হলো প্রতিবাদ ও ধিক্কার সভা।গতকয়েকদিন আগে বৈষ্ণবচক হাইস্কুলের এক অশিক্ষক কর্মচারী পুলক নাথ দে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের চাল দেওয়ার সময় ঐ গ্রামের গ্রামসভার সদস্য মানব সামন্ত  অভিযোগ করেন পুলক বাবুর বিরুদ্ধে চাল সরানোর অভিযোগ তোলেন।এরপর দুপক্ষের অভিযোগ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।দুপক্ষই কোলাঘাট বীটহাউস থানায় অভিযোগ দায়ের করে।গতশুক্রবার নির্দলের গ্রামসদস্য মাধব বাবুর নেতৃত্বে স্কুলের সামনে বিক্ষোভ করে এবং স্কুলের প্রধান শিক্ষকের  কুশপুত্তলি দাহও করা হয়।তবে রবিবার সকালে বৈষ্ণবচক অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ ও ধিক্কার সভা করা হয় দূর্বাচটী গ্রামে।এদিন তৃনমূলের তরফে অভিযোগ করা হয় ঐতিহ্যবাহী বৈষ্ণবচক হাইস্কুল ও শিক্ষক -অশিক্ষক কর্মচারীদের বদনাম করার উদ্দেশ্যে গ্রামসদস্য ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে।এদিন এই প্রতিবাদসভায় উপস্থিত ছিলেন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, এছাড়াও তৃনমূল নেতা মদন মিশ্র,উজ্জ্বল ভট্টাচার্য,অসীম মাঝি সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব।

No comments