আগরপাড়ার শক্তিপুরে বাড়ি মধ্যে মধুচক্রের হদিস
সৌভিক সরকার, নিউজ অনলাইন: পানিহাটি পৌরসভার ২৪ নং ওয়ার্ড-এর আগরপাড়া শক্তিপুর অটোস্ট্যান্ড -এর কাছে একটি বাড়িতে মধুচক্রের হদিস পাওয়া যায়। বেশ কয়েক বছর ধরেই গোপনে চলছিল এই মধুচক্র। এলাকার লোকেরা বেশ কিছুদিন ধরে সন্দেহ করছিল।গতকাল রাতেই তারা হাতেনাতে ধরে এবং খড়দহ থানার পুলিশকে খবর দেয়। এরপর খড়দহ থানা পুলিশ এসে বাড়ি থেকে সমস্ত মহিলা এবং পুরুষ কে আটক করে থানায় নিয়ে যায়। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি এই বাড়ির মালকিন প্রতিমা দত্ত নিজে দায়িত্ব নিয়ে এই চক্র চালাত।
No comments