কাটোয়া পুরসভার পক্ষ থেকে শুরু হল রাস্তার হকারদের নাম নথিভুক্তিকরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার পক্ষ থেকে রাস্তার হকারদের নাম নথিভুক্ত করার কাজ। জানা যায় রাস্তায় যে সমস্ত হকার আছে স্থানীয় এলাকায়, তাদেরকে সরকারি ঋণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে নামের তালিকা পাঠাচ্ছে কাটোয়া পুরসভা। নথিভুক্ত নামের তালিকা কাটোয়া পুরসভা মারফত সরকারের কাছে পৌঁছানোর পরে নথিভুক্ত হকারদের ১০ হাজার টাকা ঋণ সহ আরও সুযোগ সুবিধা দেওয়া হবে। নথিভুক্ত নামের তালিকা কয়েকদিনের মধ্যেই পাঠানো হবে বলে জানা যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে, কাটোয়া পুরসভার এই উদ্যোগে খুশি রাস্তার হকার শ্রেণীর মানুষেরা।
No comments