Recent comments

ads header

Breaking News

মনুয়া কান্ডের ছায়া এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে


প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ত্রিকোণ প্রেমের সম্পর্ক এর জেরে নিজের স্ত্রী ও স্ত্রীর প্রেমিক এর হাতে খুন হতে হল নন্দকুমার থানার ধাননগর গ্রামের নূর মহম্মদকে। প্রায় ৮ দিন ধরে দেহ মাটির নিচে চাপা থাকার পর মৃতের স্ত্রী ও প্রেমিককে জেরা করে নন্দকুমার থানার পুলিশ গতকাল ফতেপুর গ্রামে আসমা বিবির বাপের বাড়ি থেকে মেঝের প্রায় ৫ ফুট নীচে পোতা থাকা আসমা বিবির স্বামী নূর মহম্মদ এর দেহ উদ্ধার করে। (খুন করে ,5 ফুট মাটি খুঁড়ে পুঁতে, ত্রিপল চাপা দেওয়া হয়। তারপর আবার মাটি ভরিয়ে ওপরে সিমেন্ট ঢালাই করে মেঝের সাথে মিলিয়ে দেয় অভিযুক্তরা এমনটাই জানিয়েছে নন্দকুমার থানার পুলিশ। যেখানে দেহ পোতা ছিল সেই জায়গার ওপরে একটি ব্যারেল রাখা ছিল এবং পাশে প্রচুর জ্বালানি স্টক ছিল প্রমান লোপাট এর জন্য। পরশু আটক এর পর গতকালই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রবিবার এদের তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক নন্দকুমার থানার পুলিশের আবেদন মঞ্জুর করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের অনুমান এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই আসমা বিবির মাকেও সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে।

No comments