২১শে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে বিজেপির জমানা বাজেয়াপ্ত করার ডাক দিলেন মমতা
নিউজ অনলাইন: করোনা আবহের মধ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবারের ২১শে জুলাইয়ের শহীদ দিবস উদযাপিত হল ভার্চুয়াল সভার মাধ্যমে। কলকাতায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ভাষণ পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে ভার্চুয়াল ভাবে ছড়িয়ে গেল তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের মধ্যে। এদিনের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জমানা বাজেয়াপ্ত করার ডাক দিলেন। তিনি অভিযোগ করেন চক্রান্ত করে বিজেপি এই রাজ্যে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তিনি দাবি করেন আগামী ২০২১ সালে পুনরায় তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসবে। এবং এই বিষয়ে তিনি দলের সমস্ত স্তরের কর্মীদের তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। এবং ভয় পেতে না করেছেন। কারণ তিনি বলেন মৃত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর।
No comments