আগামী বছর ২১শে জুলাইয়ের সভায় ২১ জন লোক পাবেন না : মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের
নিউজ অনলাইন: করোনা মহামারীর জন্য এই বছর তৃণমূল ২১শে জুলাই শহীদ দিবস উদযাপন করল ভার্চুয়াল ভাবে। এদিন ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে পুনরায় রাজ্যে ক্ষমতায় আসার ডাক দিয়েছেন। এবং তিনি বলেছেন আগামী বছর ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজয় সভা উদযাপন করবেন, এবং বিজেপির জমানা বাজেয়াপ্ত করবেন।
অন্যদিকে এদিন সন্ধ্যায় মমতার বক্তব্যের জবাবে পাল্টা সাংবাদিক দের উত্তরে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন, "আগামী বছর ২১শে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জন লোক পাবেন না। আর আগামী বছর আর জনসভা হবেনা, ওটা পথসভা হবে। তবে সরকারে আমরা থাকলেও ওনাকে সভা করার অনুমতি দেব, তার জন্য কোর্টে যেতে হবেনা।"
No comments