শিলিগুড়িতে সাতদিনের জন্য বাড়ানো হল লকডাউনের মেয়াদ
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বাড়ানো হল শহর শিলিগুড়িতে লকডাউনের মেয়াদ। মঙ্গলবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠকে বসেন টাস্কফোর্স এবং প্রশাসনিক কর্তারা। এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব যে শিলিগুড়িতে আগামীকাল পর্যন্ত শিলিগুড়ি ৪৭টি ওয়ার্ড লকডাউন আছে। তার সাথে আরও সাতদিন বাড়ানো হল লকডাউন। এবং শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছ বাজার বন্ধ থাকবে। শুধু মাত্র সবজি ও ফলের বাজার খোলা থাকবে। চম্পাসারিতে এসজেডিএ এর মার্কেট খোলা হবে। নয়া বাজারে হোলসেল মার্কেট খোলা হবে কিনা সেইটা জেলা শাসক দেখবেন। এবং বেশ কয়েকটি জায়গা শালবাড়ি, কালামজোত, আঠারোখাই, শুকনা কন্টেইমেন্ট জোন করা হল। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এদিন শিলিগুড়ি পুরনিগমকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে প্রশাসন।
No comments