ফুলবাড়ি থেকে দেড় কোটি টাকার সুপারি সহ গ্রেফতার ৩
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। সোমবার গোপন সূত্রেল খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে তিনটি ট্রাক আটক করে পুলিশ। এবং সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে সুপারি। এই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম রাধেশ্যাম, জয় সিং ও আজির উদ্দিন। জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সুপারি অসম থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ওই তিনটি ট্রাক থেকে প্রায় ৮০০ বস্তা সুপারি উদ্ধার হয়। যার অনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
No comments