Recent comments

ads header

Breaking News

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহীদ দিবস পালন

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সালটা ছিল ১৯৯৩। দিনটি ছিল আজকের দিন একুশে জুলাই। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তৎকালীন প্রদেশ কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। উক্ত দিনের ওই কর্মসূচিতে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন ১৩ জন কর্মী। এরপর থেকেই ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসভা করে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জীর নেতৃত্বে এবং নির্দেশে প্রায় ২৩ বছর ধরে একুশে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করা হয়। এবছর ও তার ব্যতিক্রম হল না। কিন্তু আগের মত জনসভার মাধ্যমে কলকাতার ধর্মতলায় পালিত হলো না শহীদদের উদ্দেশ্যে জনসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন এ বছর একুশে জুলাই এর শহীদ সমাবেশ হবে না করণা মহামারীর কারণে। তাই রাজ্যের সাথে সাথে প্রতিটি জেলার ব্লকে ব্লকে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে একুশে জুলাই শহীদদের স্মৃতির স্মরণে পালিত হল শহীদ দিবস। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের ২৫৫ নম্বর বুথে শহীদ বেদীতে মাল্যদান করে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ দিবস পালন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক। এদিনের এই শহীদ শ্রদ্ধার্ঘ্য কর্মসূচিতে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক ছাড়াও উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতা এবং কর্মীরা। শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের শেষে, শহীদদের স্মৃতির স্মরণে আগত কর্মীদের একটি করে চারা গাছ দেওয়া হয় এবং এলাকার বেশ কিছু দুঃস্থ মানুষদের উদ্দেশ্যে বস্ত্র তুলে দেওয়া হয় মেহেমুদ খানের নেতৃত্বে।

No comments