লকডাউনে কোলাঘাটে ফুটে উঠল বন্ধের চিত্র
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে লকডাউন। জেলার বিভিন্ন জায়গার মতোন কোলাঘাট ব্লক এলাকা জুড়ে একপ্রকার বনধের চেহারা নিয়েছে।রাস্তাঘাট থেকে দোকানপত্র প্রায় সবই বন্ধ। ৬ নম্বর জাতীয় সড়ক একেবারে শুনশান,অত্যাবশ্যকীয় পন্যের গাড়ি ছাড়া তেমন কোন চোখে পড়েনি। তবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আনাজপত্র বিক্রি হতে দেখাগেলো মেছেদা এলাকায়।তবে কোলাঘাট থানার পুলিশি টহল ছিলো অব্যাহত।২ জনকে পুলিশ আটকও করে মেছেদা থেকে।পাশাপাশি কোলাঘাট বাজার ছিলো সম্পর্ণ বন্ধ।
No comments