কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রামে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়ান দিবস।রাজ্যের বিভিন্ন জায়গার মতো কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বর্নপরিচয়ের শ্রষ্ঠা পন্ডিত ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রয়ান দিবসের এই বিশেষদিনটি।এদিন স্থানীয় যুবকবৃন্দ ও মেলবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিদ্যাসাগরের আবক্ষ মূর্ত্তিতে মাল্যদান সহ বিদ্যাসাগরের জীবন আদর্শ নিয়ে আলোচিত হয়।এদিনে বহুবছরের বিদ্যাসাগরের মূর্তিটি সংস্কার করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভদীপ রায়,আনন্দ বরন হান্ডা সহ এলাকার বিশিষ্টজনেরা।
No comments