করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর গঠনমূলক ভূমিকা নিয়ে রাজ্যে এই প্রথম বই প্রকাশ করলো বঙ্গ নিউজ
নিউজ অনলাইন: করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব অচল।আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।করোনার সঙ্গে মানুষের লড়াই জীবন-মৃত্যুর।তার থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য।রাজ্যের মুখ্যমন্ত্রী এই কোভিড নাইনটিন ভাইরাস মোকাবিলা করার জন্য গত তিন মাসে নানা ধরণের কর্মসূচি নিয়েছেন।তার ওপর ভিত্তি করে বঙ্গ নিউজের পক্ষ থেকে বিশেষ বই "করোনা যুদ্ধে মমতা"। সাম্প্রতিককালে করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরণের বই পশ্চিমবঙ্গে এই প্রথম প্রকাশ করেছে বঙ্গ নিউজ পোর্টাল বলে দাবী করেন বঙ্গ নিউজের এডিটর জামিতুল ইসলাম।বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে ঠিকই কিন্তু এই ধরণের বই রাজ্যে প্রথম।এই সংকলনে খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,আবুল বাশার, কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন , গায়ক কবির সুমন ,মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় , মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , এছাড়াও অধ্যাপক , চিকিৎসক ,সাংবাদিক তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে করোনা যুদ্ধে মমতার দুঃসাহসিক পদক্ষেপ তুলে ধরেছেন।
রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বইটি প্রকাশ হয়।তিনি এই বইটির ভূয়সী প্রশংসাও করেছেন। তিনি বলেছেন , "করোনা যুদ্ধে মমতা " যে বইটি প্রকাশিত হল তাতে আমি অত্যন্ত আনন্দিত।খুবই সুন্দর বই আপনারা প্রকাশিত করেছেন ।এবং যারা এই বইটি পড়বেন তারা নিশ্চিতভাবে সমৃদ্ধ হবেন।এবং প্রত্যেকের খুব ভালো লাগবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন।প্রচুর অভিজ্ঞতার সঞ্চার করতে পারবেন এবং আগামীদিনে কাজেরও স্পৃহা বাড়বে। যারা পড়বেন তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি"।এদিনের ভার্সুয়াল সভায় প্রধান অথিতি হিসেবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন ,'আমরা সবাই জানি ,করোনা সংক্রমণের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দীপ্ত ভূমিকা নিয়েছিলেন।তেজদীপ্ত ভূমিকা ছিল তার।তিনি রাস্তায় নেমে মানুষের ঘরে ঘরে গিয়ে যেভাবে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন আজকে সেই বিষয়েই বঙ্গ নিউজের এডিটর জামিতুল ইসলামের সম্পদনায় একটি গ্রন্থ সংকলিত হয়েছে "করোনা যুদ্ধে মমতা"।বইটি যদি পাঠককে ভালো লাগে আমি খুব খুশি হব।মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখনো শেষ হয়নি।তিনি এখন লড়াই করছেন।এই লড়াইয়ে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।এটুকু জানাতে চাই যে তার লড়াইয়ে আমরা সবাই তার সঙ্গেই আছি"।পাশাপাশি বইটির ভূয়সী প্রশংসা করেছেন সংগীত শিল্পী কবির সুমন , শুভাপ্রসন্ন ভট্টাচার্য , কবি সুবোধ সরকারের মতো গুণীজনেরা।
No comments