কোলাঘাট ব্লকের আশুরালী গ্রামে কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে করা হলো গ্রাম জুড়ে স্যানিটাইজ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আক পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আশুরালী গ্রামে কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে করা হলো গ্রামজুড়ে স্যানেটাইজ।এদিন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায় চৌধুরীর নেতৃত্বে বাড়িবাড়ি চলে স্যানেটাইজ ও করোনা সম্পর্কে সচেতনতার জন্য দেওয়া হল লিভলেট।বিপ্লব বাবু জানান,করোনা থেকে মুক্তি পাবার জন্য এবং এলাকায় জীবানুমুক্ত করার উদ্দেশ্যেই দলীয়ভাবে এই বিশেষ উদ্যোগ।এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই বিশেষ কার্যক্রম।
No comments