চিকিৎসককে কোরান্টাইনে পাঠানোর দাবিতে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ বিজেপির বিধাননগর মন্ডল কমিটির
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
চিকিৎসককে কোয়ারান্টাইনে পাঠানোর দাবিতে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এদিন বিক্ষোভ দেখালেন বিজেপির বিধাননগর মন্ডল কমিটির কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ প্রায় ঘন্টাখানেক চলে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর পুলিশ। এই বিষয়ে বিজেপির বিধাননগর মন্ডল কমিটির সভাপতি কুমুদরঞ্জন মজুমদার বলেন যে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ করোনায় আক্রান্ত। বেশ কয়েকদিন আগেই কাজল ঘোষ একটি অনুষ্ঠান করেছিলেন। এবং সেই অনুষ্ঠানে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকও উপস্থিত ছিলেন। আমরা জানি যে সরকারি নির্দেশনা করোনা আক্রান্তের সংস্পর্শে এলে তাকে অনন্ত ১৪ হোম কোয়ারান্টাই বা সরকারি কোয়ারান্টাইয়ে থাকতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে ওই চিকিৎসক কোয়ারান্টাইয়ে না গিয়ে রীতিমতো রোগী দেখছেন। এইটা একদম কাম্য নয়। কারণ ওই চিকিৎসক রোজ প্রায় ৪০০ থেকে ৫০০ রোগী দেখছেন। যদি ওই চিকিৎসকের সংস্পর্শে এসে এই রোগ ছড়িয়ে পড়ে তখন। তাই সাধারণ মানুষের কথা ভেবে আমাদের দাবি ওই চিকিৎসক যত দ্রুত সম্ভব কোয়ারান্টাই বা হোম কোয়ারান্টাইয়ে চলে যাক। আর উনি যদি না যান তাহলে আমরা বাধ্য হয় এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে বসবো। অপরদিকে এই বিষয়ে ওই চিকিৎসকের সঙ্গে কোন রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
No comments