শিলিগুড়ির বিধাননগরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের অন্নপূর্ণা চা ফ্যাক্টরিতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম কুমারেষ রায় সরকার(৩৫)। সে খড়িবাড়ি ব্লকের রূপমজোত এলাকার বাসিন্দা। তিনি কর্মসূত্রে অন্নপূর্ণা চা ফ্যাক্টরির কোয়াটারে থাকবেন। জানা গিয়েছে যে এদিন সকালে খাবার খেয়ে নিজের রুমে যান ওই ব্যক্তি। এরপর কাজের সময় হয়ে গেলে তাকে ঘাটতে যায়। এবং অনেক বার ডাকা ডাকি করা সত্বেও কোন সাড়া শব্দ না মেলায় অন্নপূর্ণা চা ফ্যাক্টরিতে খবর দেন। এরপর দরজা ভেঙে দেখতে পান যে মাটিতে পড়ে আছেন। এবং তরীঘরী তাকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপর বিধাননগর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে যে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments