বাম-কংগ্রেস জোট বাংলাকে পথ দেখাবে: আব্দুল মান্নান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
খেজুরী-২ ব্লকের বারাতলা গ্রামের সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যার মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। গত ৪ঠা জুলাই রাত্রে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতকারীদের হাতে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ সিপিএমের। তার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবীতে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ অাহ্বানে হেঁড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে বৃহস্পতিবার।বাম-কংগ্রেসের যৌথ মিছিলে নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান, বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী,বিধায়ক তন্ময় ভট্টাচার্য , প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস নেতা সাদাব খাঁন, সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস, জেলা সিপিঅাইএম নেতা নির্মল জানা, অারএসপি নেতা অমৃত মাইতি, প্রমুখ নেতৃবৃন্দ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের হেঁড়িয়া সিঅাই অফিসে উচ্চপদস্থ পুলিশ অাধিকারিককে বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ কর্মসূচী তে বক্তব্য রাখেন বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান, বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্য, প্রমুখ নেতৃবৃন্দ। "বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, দুর্নীতি,সাম্প্রদায়িক রাজনীতি ও অপশাসনের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট ই বাংলায় পথ দেখাবে। সাম্প্রদায়িক বিজেপি ও স্বৈরতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের লড়াই চলবে।
No comments