উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ার আসলেন রাজ্যের দুই মন্ত্রী
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন :
মঙ্গলবার উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন রাজ্যের দুই মন্ত্রী। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস এবং আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন যে উত্তরবঙ্গে মানুষের কি পরিস্থিতি, কি পরিবেশ আছে,এখানকার মানুষ কিভাবে আছেন। এই সব যাবতীয় বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের থেকে বারবার খবর নিচ্ছেন। তা সত্বেও জেলায় কি অবস্থা সেটি আমি ও মন্ত্রী মলয় ঘটক দুই জনেই আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও শিলিগুড়ি ঘুরে দেখব। এবং রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে সারা পৃথিবী জুড়ে করোনার প্রভাব রয়েছে। তার জন্য সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এরপর সোজা সড়ক পথ দিয়ে রওনা দেন আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন তারা।
No comments