কোলাঘাট থানার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ বৈঠক
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শনিবার কোলাঘাট থানার উদ্যোগে এই থানা এলাকার প্রায় সব প্রান্তের ব্যবসায়ি প্রতিনিধিদের নিয়ে করোনা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ডাকা হয় থানায়।এদিন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগ্রহন করা হয়,চলতি লকডাউনের মেয়াদ শেষে
আপাতত নতুন ভাবে লকডাউনের কথা ভাবা হচ্ছেনা প্রশাসনের তরফে। তবে উদ্ভুত পরিস্থিতিতে ভাবা যেতে পারে অতিরিক্ত লকডাউনের মেয়াদের দিন।
তবে প্রশাসনের পক্ষ হতে সুরক্ষা বিষয়ক কিছু বিষয়ে বিশেষ ও কঠোরভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে এদিন,বলা হয়েছে,
জমায়েত বা ভীড় এড়িয়ে চলার জন্য।
অপ্রয়োজনে বাড়ির বাইরে যেন না বেরোন সাধারন মানুষ।
সময়ে সময়ে হাত পা মুখ পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে।
সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে --
প্রত্যেকটি মানুষের মাস্ক ব্যবহার আবশ্যক।
বিশেষকরে দোকানদার রা নিজেরা যেমন মাস্ক ব্যবহার করবেন, তেমনি মাস্ক ছাড়া বিক্রেতাদেরও কিছু বিক্রয় করা যাবেনা।
এর অন্যথা হলে প্রশাসন যে কোন সময় গ্রেফতার সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে পারে।এদিন সমগ্র সভাটি পৌরহিত্য করেন কোলাঘাট থানার আরক্ষক রাজকুমার দেবনাথ।
No comments