Recent comments

ads header

Breaking News

দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে ৪৫৬ নাম্বার পেয়ে জামালপুর ব্লকের সাহাসনপুর গ্রামের মুখ উজ্জ্বল করল খাদিজা খাতুন

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: অদম্য মেধাবী ছাত্রী সে। ছাত্রীর নাম খাদিজা খাতুন। দুঃখী পরিবারের মুখে এনে দিয়েছে সাফল্যের হাঁসি। অভাব যাদের নিত্যসঙ্গী, দরিদ্রতা তাদের নিয়তি। পরিবারে বর্তমান উপার্জনকারী একমাত্র খাদিজার মা বিউটি মোল্লা। বাবা হারানোর পরেই মা বিউটি মোল্লার কাঁধে চেপেছে সংসার সহ খাদিজা এবং তার দুই বোনের যাবতীয় দায়ভার। নানা ধরণের প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও জীবন যুদ্ধের ময়দানে টিকে থাকার স্বপ্ন উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রী খাদিজার চোখে মুখে। নিতান্তই গরিব ও অসচ্ছল পরিবার থেকে বেড়ে ওঠা উচ্চ্চমাধমিকের ছাত্রী খাদিজা খাতুন। মাধ্যমিকে ভালো ফল করার পর এবার উচ্চমাধমিকেও এলো অসামান্য সাফল্য। তার প্রাপ্ত নম্বর ৪৫৬। শতকরা ৯১.০২। খাদিজার বাড়ি পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের, সাহাসনপুর গ্রামে। তার কথায়, "ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে, জানিনা কি হবে "। স্কুল কতৃপক্ষ তার কাছ থেকে কোনো ফি নিতনা বলেই জানায় খাদিজা খাতুন। তাই স্কুল সহ তার গৃহ শিক্ষক সামিউল ইসলামের সহযোগিতা কখনোই ভুলতে পারবে না বলে কাতর কণ্ঠে জানায় সে। উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রী খাদিজা খাতুন ভবিষ্যত এ আরও পড়াশোনা করতে চায়, কিন্তু চরম দারিদ্রতাকে হার মানিয়ে শেষ পর্যন্ত্য সে তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা তাই নিয়ে গভীর চিন্তায় মা বিউটি মোল্লা। মা বিউটি মোল্লা জানান, মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে যদি কেউ পাশে দাঁড়ায় খুবই উপকৃত হবে তারা।

No comments