ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে গেল একটি ট্রাক,ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শনিবার শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে গেল একটি পণ্য বোঝাই ট্রাক এই ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাওয়া একটি পণ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। লকডাউন থাকার কারণে ওই এলাকার দোকানগুলো বন্ধ ছিল। এই কারণে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দোকানদার।অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায়। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments