ফুলবাড়ি থেকে ৫০ লক্ষ টাকার অবৈধ সুপারি সহ গ্রেফতার ১
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
ফের বড় সঢ় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকা অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে একটি ট্রাক আটক করে পুলিশ। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে অবৈধ সুপারি। এরপর ওই ট্রাকের চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম যোগীন্দর সিং। সে উত্তর প্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সুপারি আসাম থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
No comments