পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা এলাকায় বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার রামগগর বিধানসভার হলদিয়া ২ গ্রাম পঞ্চায়েত এর কঁচুড়ী গ্রামে (অর্জুনী বুথ -৪১ নম্বর বুথ ) বিজেপির বুথ সভাপতি পূর্ণ চন্দ্র দাস এর ঝুলন্ত দেহ উদ্ধার। উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে আমগাছ থেকে। জানা গিয়েছে প্রায় ২ বছর ধরে তিনি ওই বুথের বুথ সভাপতি ছিলেন। পরিবারের অভিযোগ বিজেপি করার অপরাধে প্রায়শই হুমকি দিতেন স্থানীয় গ্রাম সদস্য সহ নেতৃত্বরা। অভিযোগ ওনার বাড়ি থেকে বেরোনোর রাস্তাও জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। ওই বুথ সভাপতি ও তার পরিবারের নামে একাধিকবার মিথ্যে অভিযোগও দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলে নাম লিখলে কেস তুলে নেওয়া হবে এমনও জানানো হয়। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূল এর গ্রাম সদস্য প্রিয়তোষ মাইতির বাড়িতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পরিবারের অভিযোগ তার আগে দুপুর দেড়টা নাগাদ এনাকে ডেকে পাঠানো হয় । এরপরেই তিনটে নাগাদ বাড়ির কাছে রাস্তায় ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় রামনগর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূল এর বিরুদ্ধে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। যদিও তৃণমূল এর রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পুলিশ দেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এর দাবি এখনও পরিবারের তরফ থেকে থানায় কোনো খুন বা কিছুর অভিযোগ দায়ের হয়নি।
No comments