Recent comments

ads header

Breaking News

জল্পনার অবসান, পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন : 
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র।
বেশ কিছুদিন ধরেই বিপ্লব মিত্রর তৃণমূলে ফেরা নিয়ে গুঞ্জন চলছিল জেলার রাজনৈতিক মহলে।
শেষমেষ এই দিন কলকাতায় বিপ্লব মিত্রর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য গত বছর 25 শে জুন নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে 18 সদস্যের দল নিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন।
যদিও তা সত্ত্বেও উত্তর দিনাজপুর জেলা পরিষদ সরকারিভাবে বিজেপি দখল করতে পারেনি, কদিনের মাঝেই দশ জনের মধ্যে চারজন কে পুনরায় তৃণমূলে ফিরিয়েছিলেন নেতৃত্ব।
গত লোকসভা ভোটে জেলায় তৃণমূলের ভরাডুবির পিছনেও অনেকেই বিপ্লব মিত্রর দিকে আঙুল তুলে ছিলেন, তা সত্ত্বেও শেষমেশ বিধানসভা ভোটের আগে জেলায় সাংগঠনিক পরিকাঠামো কে চাঙ্গা করে তুলতে শেষমেশ বিপ্লবেই আস্থা রাখলেন দলের শীর্ষ নেতৃত্ব।
একদিকে একুশের ভার্চুয়াল রেলি থেকে ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা , "যারা ভুল করে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছেন তারা পুনরায় ফিরে আসুন।"
অপরদিকে এর মাঝেই জেলা সভাপতি অর্পিতা ঘোষ কে রাজ্য কোর কমিটি তে সরিয়ে দিয়ে গৌতম দাসকে তৃণমূল জেলা সভাপতি করতেই একুশের নির্বাচনের আগে বিপ্লব মিত্রের তৃণমূলে ফেরার পথ পরিষ্কার হয়।
শুক্রবার বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই খুশিতে মেতে ওঠে জেলার বিপ্লব অনুগামীরা। বুনিয়াদপুর,গঙ্গারামপুর, হরিরামপুর,কুসুমন্ডি সহ জেলার বিভিন্ন প্রান্তে বাজি ফুটিয়ে অকাল দিপাবলিতে মেতে ওঠে বিপ্লব অনুগামীরা

No comments