Recent comments

ads header

Breaking News

লকডাউনের কারণে চরম বিপাকে রাখি ব্যবসায়ীরা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রাখী পূর্ণিমা আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি।প্রতিবছরের মতো রাখী প্রস্তুত কারকরা ৫ থেকে ৬ মাস আগে থেকেই গ্রামের কারিগর দিয়েই রাখী প্রস্তুত করে থাকেন জেলার বেশকিছু  রাখী প্রস্তুতকারক ব্যবসায়ীরা। কেউ কেউ মোটা অঙ্কের কয়েক লক্ষ টাকা রাখী ব্যবসায়ে ঢেলে ব্যবসা করেন।তবে এবছর করোনার কারনে লকডাউন চলছে।মাস দুই তিনেক আগে ভিন রাজ্য থেকে বা কলকাতা সহ বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকেরা কাজ হারিয়ে স্থানীয় এলাকায় রাখী প্রস্তুতির কাজে হাত লাগিয়েছিলেন।কিন্তু লকডাউন যেন রাখী ব্যবসায়ীদের পিছু ছাড়ছে না।বেশ কয়েকমাস ধরে রাখী প্রস্তুত করে বিক্রিই করতে পারছেন না রাখী প্রস্তুতকারীরা। এমনই অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরে ময়না ব্লকের বলাইপন্ডা এলাকার প্রসিদ্ধ রাখী ব্যবসায়ী মিঠুন মাইতি ও নিমাই চাঁদ মাইতি।স্থানীয় রানীচক গ্রামের বাসিন্দা এরা। বেশ কয়েক বছর ধরে  এনারা রাখি বানিয়ে  আসছেন।স্থানীয় মানুষজনদের কাজে লাগিয়ে রাখী প্রস্তুত করে থাকেন।এবছর লকডাউন থাকার জন্য,স্থানীয় এলাকার ভিনরাজ্য থেকে কাজ ছেড়ে আসা মানুষজন এই রাখী প্রস্তুতিতে কাজে লাগেন।কিন্তু প্রতিনিয়ত লকডাউন ও ময়না ব্লক এলাকার বাজার বন্ধ থাকার কারনে মিঠুন বাবু বা নিমাই চাঁদ বাবুদের অস্থায়ী দোকান করলেও বলাইপন্ডা বাজারে,তা খুলতেই পারছেন না।মিঠুন বাবু জানান,এই ব্যবসাতে প্রায় ১২ লক্ষ টাকা ধারদেনা করে ব্যবসায় ফেলেছিলেন।কিন্তু দোকান না খোলার জন্য ক্রেতাদের দেখা নেই।ফলে চরম সংকটে ব্যবসায়ীরা।এছাড়াও প্রতিবছর কলকাতা সহ পূর্ব  ও পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলায় তাদের রাখী সরবরাহ করা হতো।এবছর এখনও পর্যন্ত কোথাও পাঠানো সম্ভব হয়নি।মিঠুন বাবু জানান,সরকার থেকে যদি তাদের মতো ব্যবসায়ীদের একটু পাশে দাঁড়ায়,তাহলে উপকৃত হবেন রাখী ব্যবসয়ীরা।


No comments