বীরভূমের পাড়ুই এ ভুঁয়ো সাংবাদিক পরিচয় দিয়ে, গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে লক ডাউনে বেড়িয়ে গ্রেফতার ৫
আবির ইসলাম, নিউজ অনলাইন: লকডাউনের আইন ভেঙে সাংবাদিক পরিচয় দিয়ে, গাড়িতে ভুয়ো প্রেস স্টিকার লাগিয়ে গেপ্তার পাচঁ জন। পুলিশ সূত্রে জানা গেছে নদীয়া জেলার চাকদার বাসিন্দা পাঁচজন তারা বীরভূম জেলায় প্রেসের ভুয়ো স্টিকার লাগিয়ে কোন একটা উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন তারপরই পাড়ুই থানার পুলিশ লকডাউনে চেকিং করার সময় তারা ধরা পড়ে এবং তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা কিছুই দেখাতে পারেনি। তারপরই পাড়ুই থানার পুলিশ ৫ জনকে আটক করে। প্রেস স্টিকার লাগানো গাড়িটিকে সিজ করে পাশাপাশি ৫ জনকে গ্রেফতার করে তাদেরকে আজ সিউড়ি আদালতে তোলা হয়েছে।
No comments