রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা, বোমাবাজি ও মারধোরে আক্রান্ত তৃণমূল নেতা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হরিকাটি গ্রামের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে সক্রিয় তৃণমূল নেতা শুকুর আলী ২৮ বছরের এই যুবকের বাড়ি হামলা করে একদল দুষ্কৃতী। বাড়িতে রাতে খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎই তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়। বাইরে বেরোলে তাকে এলোপাতাড়ি মারধর করে দুষ্কৃতীরা। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে। তারা হাতেনাতে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে ফেলে। ঘটনাস্থলে পুলিশ আসলে ঐ দুই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিকাটি গ্রামে। যেভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমাবাজি করতে করতে তৃণমূল নেতার বাড়িতে হামলা চালিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এর পিছনে রাজনৈতিক না অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। শুকুর আলীকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments