Recent comments

ads header

Breaking News

বারাসাত পৌরসভার জঞ্জাল ফেলার ভ্যাট আটকে বিক্ষোভ এলাকার কৃষকদের

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বারাসাত পৌরসভা জঞ্জাল ফেলার ভ্যাট আটকে বিক্ষোভ এলাকার কৃষকদের। অভিযোগ এই ভাটের জঞ্জাল এবং দূষিত জল কৃষিজমিতে ছড়িয়ে গিয়ে কয়েক বছর ধরে হচ্ছে না কোন  চাষবাস তারই প্রতিবাদে ভ্যাটের সামনে কৃষকরা  বাশের ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ চলে বেশ কয়েক ঘন্টা। এরপর পুরসভার তরফে প্রশাসক বোর্ডের সদস্য এবং জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরো পারিষদ তাপস দাস গুপ্ত ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসী ও কৃষকদের সঙ্গে কথা বলে বিক্ষোভ করেন। বারাসাত পৌরসভার প্রসাশক সুনীল মুখোপাধ্যায় জানান পুরসভা বিকল্প একটি ডাম্পিং গ্রাউন্ড চিন্তাভাবনা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেই নতুন ডাম্পিং গ্রাউন্ড জমি সরকারি অনুমোদন পেয়ে অধিগ্রহণ করা না হচ্ছে ততদিন গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে পুরনো ডাম্পিং গ্রাউন্ড চালু রাখার জন্য।

No comments