মিরিক মহকুমার পানিঘাটা এলাকায় একাধিক রাস্তায় ধস, বন্ধ রাজ্য সড়ক যোগাযোগ
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সোমবার রাতভর একটানা বর্ষের ফলে এদিন মিরিক মহকুমার অন্তর্গত পানিঘাটা এলাকায় রাস্তায় একাধিক জায়গায় ধস। এই ফলে বন্ধ হয়েগেল রাজ্য সড়ক। জানা গিয়েছে বৃষ্টির জেরে পানিঘাটা থেকে দুধিয়া গামী রাস্তার মোট তিন জায়গায় ধস নেমেছে। এতে ওই রাস্তাটি পুরোপুরিভাবে বন্ধ হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে বাইক নিয়ে রাস্তার সংকীর্ণ অংশ দিয়ে পারাপার করছে। এই রাস্তাটি দিয়ে পানিঘাটা থেকে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা। যদিও এখন সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
No comments