কোলাঘাট ব্লকের পুলশিটাতে সোসাইটি ফর ওমেন ইন রুরাল ডেভলেপমেন্টের উদ্যোগে কোলাঘাট ব্লকের ১০ টি বেসরকারী শিশুশিক্ষা কেন্দ্রের ৫০০ ছাত্রছাত্রীদের পরিবারকে তুলে দেওয়া হলো ২ মাসের রেশন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের পুলশিটাতে সোসাইটি ফর ওমেন ইন রুরাল ডেভলেপমেন্টের উদ্যোগে কোলাঘাট ব্লকের ১০ টি বেসরকারী শিশুশিক্ষা কেন্দ্রের ৫০০ ছাত্রছাত্রীদের পরিবারকে তুলে দেওয়া হলো ২ মাসের রেশন।বর্তমসন লকডাউন চলাকালীন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এদিন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় বড়দাবাড়,ভোগপুর,ও নহলা গ্রামের দুঃস্থ ছাত্রছাত্রীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।এদিন খাদ্যসামগ্রী তুলে দেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল,পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু,সংস্থার প্রজেক্ট ডিরেক্টর তুহিন চৌধুরী, সমাজসেবী সুরজিৎ মাইতি সহ বিশিষ্টজনেরা।
No comments