Recent comments

ads header

Breaking News

লক্ষাধিক টাকার কয়েন নিয়ে চরম বিপাকে পড়েছেন বালুরঘাটের এই ব্যাবসায়ী

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: লকডাউনের সময় থেকে ব্যাঙ্ক নিচ্ছেনা খুচরো পয়সা। এর ফলে বিগত কয়েক মাসে দেড় লক্ষ টাকারও বেশি খুচরো পয়সা জমে গেছে। খুচরো পয়সা ব্যাংক না নেওয়ার ফলে চরম বিপাকে পড়েছেন বালুরঘাট সাহেব কাছারি এলাকার পেপার ব্যবসায়ী মাধব মৈত্র। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পেপার ব্যবসা বন্ধের মুখে দাঁড়িয়ে। ব্যাংক যাতে খুচরো কয়েন অল্প অল্প করে নেয় তার জন্য ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে সাংসদ এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। তবে এখনো হয়নি কোনরকম সুরাহা। এর ফলে আর্থিক সংকটে ভুগছেন ওই পেপার ব্যবসায়ী। মাধববাবু বালুরঘাট বাস স্ট্যান্ডে পেপার বিক্রি করেন। বাড়ি শহরের সাহেবকাছারী এলাকায়। বাস স্ট্যান্ডে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মাধববাবুর অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকডাউনের সময়কাল থেকে খুচরো পয়সা নিচ্ছেন না। এর ফলে বর্তমানে বাড়িতে প্রায় দেড় লাখ টাকার খুচরোর স্তূপ জমেছে। যা নিয়ে বিপাকে ওই পেপার ব্যবসায়ী।

No comments