হালিশহরের "উত্তরণের দিশারী" সংস্থার পক্ষ থেকে এবারের মাধ্যমিকে ৬৭৪ নাম্বার প্রাপ্ত হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি বিশ্বাসকে সম্বর্ধনা জ্ঞাপন
নিউজ অনলাইন: ১৯ শে জুলাই সন্ধ্যায় হালিশহরের "উত্তরণের দিশারী" সংস্থার তরফ থেকে এবারের মাধ্যমিকে হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি বিশ্বাসের (প্রাপ্ত নম্বর ৬৭৪) বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় । হালিশহর তথা বীজপুরের গর্ব এই মেয়েটিকে সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক, মিষ্টি সহ স্কুল-ব্যাগ, ডায়েরি, কলম, স্যানিটাইজার ইত্যাদি উপহার দিয়ে তার সাফল্যকে মর্য্যাদা দিয়ে, তাকে সম্বর্ধিত, অনুপ্রানিত এবং ঊৎসাহিত করে তার ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা জানায় "উত্তরণের দিশারী"র সদস্যরা।
No comments