লকডাউনে শিলিগুড়িতে ড্রোন দিয়ে নজরদারি পুলিশের
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
রাজ্য স্বরাষ্ট্র সচিবের নির্দেশে সারা রাজ্য জুড়ে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন।যদিও শহর শিলিগুড়িতে লকডাউনে ব্যাপক সাড়া পড়েছে। এদিন একদিকে শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় টহলদারি চালাছে পুলিশ। অপরদিকে এইবার ড্রোন উড়িয়ে নজরদারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। কোথাও কোন জায়গায় কেউ জমায়েত করছে কিনা। সেই বিষয়ে নজর রাখছে ড্রোনের মাধ্যমে। যদি কোথায় কেউ জমায়েত করছে বা লকডাউন অমান্য করে বাইরে বেরিয়ে আসছে তাদের সেই ড্রোন দিয়ে ছবি তোলা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। এর পাশাপাশি এদিন সকাল থেকে রাস্তায় তেমন একটা কাউকে দেখা যায়নি। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তারাই একমাত্র বাইরে বেরিয়ে। তবে পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
No comments