চারিদিকে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন কিছুটা আশার আলো দেখাচ্ছে পাঁশকুড়া বড়মা হাসপাতাল
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা আক্রান্তের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমাদের রাজ্যে।ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বড়োমা কোভিড হাসপাতাল কিছুটা আশার আলো দেখাচ্ছে দুই মেদিনীপুর জেলার করোনা পজেটিভ রোগীদের চলছে এখানে চিকিৎসা। মোটের ওপর প্রতিদিনই এই হাসপাগালে চিকিৎসার জন্য যেমন আসছেন,তেমনি সুচিকিৎসায় করোনা মুক্ত হয়েও বাড়ি ফিরছেন বহু রোগী।সোমবারও একই ভাবে ৩৪ জন করোনা পজেটিভ আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ্য হয়ে আজ বাড়ি ফিরলেন।বড়োমা কোভিড হাসপাতালের ডিরেক্টার ডেক আফজাল শাহ জানান,আজ মোট ৩৪ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলে জানান।পাশাপাশি আফজাল বাবু জানান,এখনো হাসপাতালে এইমুহুর্তি ১১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।সবমিলিয়ে রোগী সুস্থ হওয়ার ঘটনায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলাবাসী।
No comments