Recent comments

ads header

Breaking News

ইছাপুর প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের আহ্বানে "সবুজ এক পৃথিবী" গড়ার লক্ষে বৃক্ষরোপন সপ্তাহ পালন

নিউজ অনলাইন: "ইছাপুর প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের" আহ্বানে "সবুজ এক পৃথিবী" গড়ার লক্ষে বৃক্ষ রোপন সপ্তাহ পালন যে কর্মসূচি তার সমাপ্তি হোল আজ। "প্রতিবেশীর" আহ্বানে সাড়া দিয়ে সমাজের সকল স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সমাজের যে সকল সম্মানীয় ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাঁদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন:-

১) শ্রী কল্যান চৌবে (প্রাক্তন ভারতীয় ফুটবলার)

২) শ্রীমতি ইন্দ্রনী সরকার (প্রাক্তন ভারতীয় ফুটবলার)

৩) শ্রী সরল কুমার গাঙ্গুলী (প্রাক্তন ফুটবলার)

৪) শ্রী দেবাশিস বিশ্বাস (তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কার প্রাপ্ত "পর্বতারোহী")

৫) শ্রী সুমন ব্যানার্জী (অভিনেতা, বাংলা সিনেমা)

৬) শ্রীমতি রূপসা ব্যানার্জী (মডেল ও অভিনেত্রী)

৭) হিমাদ্রি কিশোর দাশগুপ্ত (পশ্চিমবঙ্গ সরকারের 'শিশু কিশোর অ্যাকাডেমি'র পক্ষ থেকে "কালো ঘুড়ি" বইয়ের জন্য "উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারে সম্মানিত হন)

৮) শ্রী তরুনজ্যোতি তেওয়ারী (আইনজীবী, হাইকোর্ট, কোলকাতা)

৯) অ্যালেন পেরিস- ( কোরিওগ্রাফার- Zee ড্যান্স বাংলা ড্যান্স,কোলকাতা)

১০) শ্রী তরুন বিশ্বাস (পরিবেশ বন্ধু, বাইক রাইডার। বাইক নিয়ে সারা ভারত ঘোরেন আর গাছ লাগান। তার এই কাজের জন্য রাজ্য সরকার থেকে পুরস্কার প্রাপ্ত)

১১) শ্রী সমীর রঞ্জন মান্না (বিডিও, বেলডাঙা-২ ব্লক)

১২) শ্রী ভবতরণ পাল (পুলিশ কর্তা, শক্তিপুর থানা, মুর্শিদাবাদ)

১৩) শ্রী সাধন গনাই (চিকিত্‍সক)

১৪) শ্রী সত্যজিৎ ঘোষাল (চিকিত্‍সক)

১৫) শ্রী সাধন কর্মকার (শিক্ষক)

১৬) শ্রী ভাস্কর হালদার (শিক্ষক)

১৭) শ্রীমতি সোমা দে (শিক্ষিকা)

১৮) শ্রীমতি মৌমিতা ভট্টাচার্য্য (শিক্ষিকা)

১৯) শ্রীমতি কৃষ্ণা ব্যানার্জী (লেখিকা)

২০) শ্রীমতি বন্যা নন্দী চক্রবর্তী (নাট্য ও বাচিক শিল্পী)

২১) শ্রী মহাবীর ব্যানার্জী (প্রতিষ্ঠাতা, শ্রী কৃষ্ণ আশ্রম)

২২) শ্রী দেবাশীষ মজুমদার (প্রতিষ্ঠাতা-SUCCESS4U)

২৩) শ্রী তীর্থঙ্কর কর্মকার (সম্পাদক- বি.ডি.ও)

২৪) শ্রী সুদীপ্ত ভৌমিক (সম্পাদক- প্রচেষ্টা, কৃষ্ণনগর)

২৫) শ্রীমতি রিতা সমাদ্দার (ল্যাব টেকনিশিয়ান)

২৬) Feelings The Band (বাংলা ব্যান্ড, কোলকাতা)


"বর্তমানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়ে থাকে। পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ অভিযানকে সফল করার জন্য শুধু সরকারি বা বেসরকারি সংস্থা নয়,আমাদের সকলের এগিয়ে আসা উচিত। তবেই দূষণমুক্ত সবুজ,সুন্দর পরিবেশ গড়ার যে উদ্যোগ তা নিশ্চিতরূপে বাস্তবায়িত হবে।" এমনটাই জানিয়েছেন সংস্থার এক সদস্য।

No comments